এই বালিকা তোর কী মনে আছে????? আমি এক নিবিড় নিরিবিলি স্থানে দারিয়ে থাকতাম, আর তুই তর আলতা দুটি পায়ে নুপুর পরে ঝনঝন শব্দ করে আমার সম্মূক্ষে আসতিস।
অতঃপর তর রাঙ্গা দুটি হাত দিয়ে আমার হাতে মেহেদী পরিয়ে দিতি......।
যা, আজও আমায় নাড়া দেয়, আজও মনকে কাঁদায়।
আজ খুব ইচ্ছে করছে তোকে খুকি বলে ডাকতে। জানি তুই আসবিনা, কেননা সেই ডাক এখন আর তোর কানে পৌছাবেনা।
তারপর ও বলছি, তুই আসতো, তর টলমল দুটি চোখের দিকে তাকিয়ে আবারও বলি - আমি তোমাকেই ভালোবাসি।
তারপর ও বলছি, তুই আসতো, তর টলমল দুটি চোখের দিকে তাকিয়ে আবারও বলি - আমি তোমাকেই ভালোবাসি।
কেন এতো পাগলামি করছি জানিনা,
জানিতো তুই আর আসবিনা.......
কারণ তুই কুয়াশা কন্যাকেতো শালার বেটা রৌদ্র এসে তাড়িয়ে দিয়েছে।
আমি বলছি শুন আমি রৌদ্র বেটাকে ধরে আস্ত করে শাস্তি দেব তুই আবার ফিরে আসিস.......।
আমি অপেক্ষায় থাকব...............................
আমি বলছি শুন আমি রৌদ্র বেটাকে ধরে আস্ত করে শাস্তি দেব তুই আবার ফিরে আসিস.......।
আমি অপেক্ষায় থাকব...............................
Ι ωαιт ƒσя υ!! вιтнι.
$→мαнмυ∂
$→мαнмυ∂
0 Comments